এই মুহূর্তে এই বাংলায় জেলার খবর ভারতবর্ষ-বিশ্ব টুকরো খবর রকমারি জ্যোতিষ তন্ত্র-মন্ত্র যোগাযোগ বিজ্ঞাপন
×

থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুর জন্য রক্তদান তৃণমূল যুব কংগ্রেস নেতার

...

Suryasikha News Admin


বালুরঘাট: রক্তদান করে থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুর প্রাণ বাচালেন তৃণমূল যুব কংগ্রেস নেতা। জানা গেছে বালুরঘাট শহরের দিপালীনগর সংলগ্ন এলাকার এক থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুর জন্য জরুরি ভিত্তিতে রক্তের প্রয়োজন ছিল। বালুরঘাট শহরের ১০নং ওয়ার্ডের তৃণমূল যুব কংগ্রেসের যুব সভাপতি বিপ্রতীপ দেব বিষয়টি জানতে পেরে হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে গিয়ে শিশুটির জন্য রক্ত দান করেন। রক্ত পেয়ে খুশি শিশুর পরিবার দুহাত তুলে আশীর্বাদ করেন  বিপ্রতীপ দেব-কে। বিপ্রতীপ  দেব বলেন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের অনুপ্রেরণা। তিনি বলেন আমাদের বালুরঘাট শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি মহেশ পারাখ সবসময় নিজে মানুষের পাশে থাকেন এবং আমাদেরকেও মানুষের পাশে থাকার কথা বলেন। অপরদিকে মহেশ পারাখ বলেন আমরা মানুষের বিপদে মানুষের পাশে থাকতে অঙ্গীকারবদ্ধ।

Tag: Breaking news, Suryasikha news

Total Post View : 47645


সম্পর্কিত খবর