3rd August 2025, 06:55 AM
সূর্যশিখা নিউজ ডেস্ক :কিছুদিন আগেরই কথা চাঁদের মাটি ছুঁয়ে ইতিহাস গড়েছে ভারত। এবার সৌর অভিযানের পালা। শনিবার, ২ সেপ্টেম্বর সকাল ১১টা ৫০মিনিটে শ্রীহরিকোটা থেকে মহাকাশে সৌরযান আদিত্য এল১ পাঠাচ্ছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। এই মুহূর্তে চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি চলছে। এর আওতায় নির্দিষ্ট দূরত্ব থেকে সূর্যকে নিরীক্ষণ করবেন বিজ্ঞানীরা।ল্যাগ্রেঞ্জ পয়েন্টে থেকে ভারতের সৌরযান নজরদারি চালাবে। তুলবে অজানা অনেক তথ্য।
Total Post View : 40958