3rd August 2025, 07:01 AM
সূর্যশিখা নিউজ ডেস্ক : ল্যান্ডের ন্যাশনাল হেলথ সার্ভিস এমন একটি ইনজেকশন চালু করতে চলেছে, যা দেশের শত শত ক্যান্সার রোগীকে আশার আলো দেখাতে পারে। ক্যান্সার চিকিত্সার দীর্ঘ সময় তিন চতুর্থাংশ পর্যন্ত কমিয়ে আনতে পারে এটি। গোটা বিশ্বে সর্বপ্রথম ব্রিটেনেই এই পদ্ধতি চালু হতে চলেছে। ব্রিটিশ মেডিসিনস অ্যান্ড হেলথ কেয়ার প্রোডাক্ট রেগুলেটরি এজেন্সি থেকে অনুমোদন পাওয়ার পর, ইংল্যান্ডের ন্যাশনাল হেলথ সার্ভিস জানিয়েছে, ইমিউনোথেরাপির মাধ্যমে চিকিত্সা করা শত শত ক্যান্সার রোগীদের এখন অ্যাটেজোলিজুমাব এর ইনজেকশন দেওয়া হবে।অ্যাটেজোলিজুমাব, যাকে টেসেন্ট্রিকও বলা হয়। এটি একটি মনোক্লোনাল অ্যান্টিবডি ওষুধ, যা ক্যানসার রোগীদের শরীরের ইমিউনিটি শক্তিশালী করতে সাহায্য করে। এই ওষুধ রোগীদের শিরায় দেওয়া হয়। একটি ড্রিপের মাধ্যমে সরাসরি রোগীর শিরায় পৌঁছে যায় ওষুধ। এর মতে, এত দিন শিরার মাধ্যমে রোগীর দেহে ওষুধ পৌঁছানোর ক্ষেত্রে প্রায় ৩০ মিনিট থেকে এক ঘণ্টা পর্যন্ত সময় লাগতো। অনেক রোগীর ক্ষেত্রে আবার বেশি সময়ও লেগে যায়। তবে নতুন পদ্ধতিতে এখন এই ওষুধ শিরার পরিবর্তে ত্বকের নীচে ইনজেক্ট করা হবে। এই নতুন ভ্যাকসিন মাত্র সাত মিনিটেই সেই কাজ করে দেবে।রয়টার্সের কাছে বিবৃতি দেওয়ার সময় ওয়েস্ট সাফোল্ক এনএইচএস ফাউন্ডেশন ট্রাস্টের কনসালট্যান্ট অনকোলজিস্ট ডঃ আলেকজান্ডার মার্টিন বলেছেন, "এই অনুমোদনটি আমাদের রোগীদের জন্য কেবল সুবিধাজনক এবং দ্রুত যত্ন প্রদানের অনুমতিই দেবে না, পাশাপাশি আমাদের টিমকে সারা দিনে আরও বেশি সংখ্যক রোগীর চিকিত্সায় সাহায্য করবে।"ইংল্যান্ডের হাজার হাজার ক্যান্সার রোগী অ্যাটেজোলিজুমাবের IV পদ্ধতি থেকে উপকৃত হয়েছে। এই চিকিত্সায় ক্যান্সার ফিরে আসার ঝুঁকি অনেকটাই কমে। অ্যাটেজোলিজুমাব একটি ইমিউনোথেরাপি ওষুধ, যা রোগীর দেহে ক্যান্সার কোষ খুঁজে বের করতে এবং তা ধ্বংস করতে সক্ষম। এটি বর্তমানে ফুসফুস, স্তন, লিভার এবং মূত্রাশয়-সহ বিভিন্ন ধরণের ক্যান্সারে আক্রান্ত রোগীদের চিকিত্সার জন্য ব্যবহৃত হয়।
Total Post View : 129