এই মুহূর্তে এই বাংলায় জেলার খবর ভারতবর্ষ-বিশ্ব টুকরো খবর রকমারি জ্যোতিষ তন্ত্র-মন্ত্র যোগাযোগ বিজ্ঞাপন
×

উপাচার্য বুদ্ধদেব সাউ'স্ট্র্যাটেজিক পয়েন্ট'হিসাবে চিহ্নিত করলেন বিশ্ববিদ্যালয়ের চত্বরে।

...

Suryasikha News Admin


সূর্যশিখা নিউজ ডেস্ক: যাদবপুরে এসে সকাল সকাল মেজাজ হারালেন যাদবপুরের উপাচার্য। সিসিটিভি নিয়ে প্রশ্ন করা হলে তিনি পরিষ্কার বলেন, 'এ বিষয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। যা প্রপোজাল তিনি পেয়েছেন সেগুলো খতিয়ে দেখে তারপরে সিদ্ধান্ত নেয়া হবে।' তবে একইসঙ্গে জানালেন, বুধবারই বেশ কিছু জায়গাতে সিসিটিভি বসানো হতে পারে।তার মধ্যে হোস্টেলের গেট এবং ইউনিভার্সিটি ক্যাম্পাসের ভিতরে বিভিন্ন গেটে বসানো হতে পারে।প্রসঙ্গত, প্রথম পর্যায়ে মেইন ক্যাম্পাসের ৫ গেট-সহ দশ জায়গায় বসবে সিসিটিভি। বাদ যাবে না মহিলা হস্টেল ও সেকেন্ড ক্যাম্পাসের গেটও। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আর কোথায় কোথায় সিসি ক্যামেরা বসবে সে ব্যাপারে এক্সিকিউটিভ কাউন্সিলের বা ইসি বৈঠকের পরই সিদ্ধান্ত চূড়ান্ত হবে। এর জন্য ওয়েবেল-কে টেন্ডার জমা দিতে বলা হয়েছে বলেও জানিয়েছেন উপাচার্য। বুধবারই যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হন নয়া উপাচার্য। বিশ্ববিদ্যালয় চত্বরের কোন কোন জায়গাকে 'স্ট্র্যাটেজিক পয়েন্ট' হিসাবে চিহ্নিত করা হচ্ছে, মেন হস্টেল বা অন্য হস্টেলে কি সিসি ক্যামেরা বসবে কি না সে বিষয়ে বিশদ জানান উপাচার্য।

 

Tag: Suryasikha news

Total Post View : 54918


সম্পর্কিত খবর